আজকাল ওয়েবডেস্ক: প্রবীণ নাগরিকদের জন্য সুদের ওপর কর ছাড়ের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া, টিডিএস-এর জন্য বার্ষিক সীমা ২.৪ লক্ষ টাকা বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে। 

নির্মলা সীতারামন জানিয়েছেন যে, এলআরএস রেমিট্যান্সে টিসিএস-এর সীমা ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হল। টিডিএস  সীমা ৬ লক্ষ টাকা করা হয়েছে। মধ্যবিত্ত প্রবীণদের স্বস্তি দিতেই এই পদক্ষেপ করা হল। 

এছাড়াও আপডেটেড রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে দুই বছরের সময়সীমা বাড়িয়ে তা চার বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

পাশাপাশি, ছোট দাতব্য ট্রাস্ট বা প্রতিষ্ঠানের জন্য অনুমতি রেজিস্ট্রেশনের সময়কাল ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।

মধ্যবিত্তদের কথা বিবেচনা করে বাজেট বক্তব্যে কর কাঠামো সংস্কারের কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। আগামী অর্থবর্ষে ১২ লক্ষ  টাকা অবধি কোনও আয়কর লাগবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় করা কোনও ব্যক্তির আর আয়কর দেওয়ার প্রয়োজন হবে না। এরপর ১২ থেকে ১৬ লক্ষ টাকা যাঁদের আয়, তাঁরা ১০ শতাংশ হারে ট্যাক্স দেবেন। ১৬ থেকে ২০ লাখ রোজগেরেদের জন্য ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি আয় হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।